Book Details:
ISBN: 978-81-19574-54-4
Writer/Editor: রাজীব শ্রাবণ
Release Year: 2024
Edition: FIRST
Format: HARD BOARD
দেব সংস্কৃতি মানুষের তৈরি করা এক সংস্কৃতি। দেব ভূমি ভারতের পুরুষ দেবতাদের নিয়ে নানা কথা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠান যার ভিত্তি। শিব বড় না বিষ্ণু বড়, শিব রাত্রি নিয়ে গড়ে ওঠা আচার অনুষ্ঠান যেমন আছে সেরকমই দক্ষিণ রায়-কে নিয়ে গড়ে ওঠা সংস্কৃতির কথা থাকছে। আবার পীর, গাজী সাহেব, সত্যপীর ভিন্ন ধর্মের সংস্কৃতিকে সনাতন হিন্দুগণ আপন করে নিয়েছেন তারও কথা থাকছে। সেই ভাবেই লিঙ্গান্তরিত দেবতাদের সংস্কৃতি চর্চার নানান আলেখ্য আলোচিত হয়েছে। আছে ঈদ পূজার কথা। ভারত ভূমির দেব সংস্কৃতির নানান তথ্য নিয়ে এই গ্রন্থ সাজিয়ে তুলবার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।
সংস্কৃতি হল মানুষের তৈরি। মানুষের নিজের প্রয়োজনে গড়ে উঠেছে। নিজেদের জন্য সেই সব আচার অনুষ্ঠান ঈশ্বরের নামে নিবেদন করে চলেছে প্রাণীকুলের শ্রেষ্ঠ মানুষেরা। দেবতার নামে নানান সংস্কৃতি গড়ে উঠেছে। সেই সমস্ত সংস্কৃতির মধ্যে কয়েকটি সংস্কৃতি নিয়ে 'দেব সংস্কৃতি' -র নির্মাণ।
সভ্যতার ঊষালগ্ন থেকেই আমাদের গোষ্ঠীপতিদের হাত ধরেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সংস্কৃতি, ঈশ্বর প্রমুখ বিষয়। আপামর মানুষের কাছে দেব- দেবী হিসাবে তারা পরিচিত। তাদেরকে কেন্দ্র করে যে সমস্ত সংস্কৃতি গড়ে উঠেছে সেই সংস্কৃতি বা লোকাচারই এই গ্রন্থের বিষয়।